সকল মেনু

চা শ্রমিকদের উন্নয়নে শেখ হাসিনার সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন- সমাজকল্যাণমন্ত্রী

 মৌলভীবাজার প্রতিনিধি: সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি  বলেছেন, শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর শ্রমিকদের মধ্যে এসব টাকা বিতরণ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন আর শেখ হাসিনা তাদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকার চা শ্রমিকদের উন্নত মানের পায়খানা, বিশুদ্ধ পানীয় জল ও বাসস্থানের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি মঙ্গলবার বেলা ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান পূজামন্ডপ প্রাঙ্গনে চা শ্রমিকদের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। পাত্রখোলা চা বাগানের মত বিনিময় সভায় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার চোখ বন্ধ অবস্থায় ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন। আমি আসলে ঘুমাই না চোখ বন্ধ করে চিন্তা করি দেশ ও মানুষেরর জন্য কি করতে হবে? তিনি বলেন, কমলগঞ্জের মানুষ জিম্মি অবস্থা থেকে মুক্ত হচ্ছে। আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করতে চাই।  চা শ্রমিকদের উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। দেওরাছড়া চা বাগান ব্যবস্থাপক মো. নাদিম খানের সভাপতিত্বে ও অফিস ক্লার্ক রিংকু মিত্রের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান আজাদ, অশোক বিজয় দেব কাজল, কালীপদ দেব, চা বাগান পঞ্চায়েত সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ। পরে পাত্রখোলা চা বাগানে মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবনাথের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি ও চা শ্রমিক নেতা প্রদীপ পালের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, আওয়ামীলীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান আজাদ, অশোক বিজয় দেব কাজল, চা শ্রমিক নির্বাচনের দলই ভ্যালীর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী মোবারক হোসেন, চা যুব পরিষদ নেতা আকাশ কৈরী প্রমুখ। এখানে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ বিভিন্ন স্তরের লোকজন। পরে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি কমলগঞ্জ উপজেলার আলীনগর সহ কয়েকটি চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। এ সব সভায় মন্ত্রী আরো বলেন, পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাগানে বাগানে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। আগামীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসছে। আপনারা যোগ্য লোকদের নির্বাচিত করবেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, আগামী ১০ আগষ্ট বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি গত মঙ্গলবার কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় ও ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top