ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন সহ সুমন (২৬) নামে মাদক সেবিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে শহরের রাজনগর এলাকায় ডিবি পুলিশের অভিযানে তাকে আটক করে। সে পঞ্চগড় সদরের রাজনগর এলাকায় মৃত রফিজ উদ্দিনের পুত্র। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সে দির্ঘদিন থেকে প্রশাসনের চোখ ফাকি দিয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ৫ পিস ইনজেকশন সহ অলিয়র রহমান সুমন (২৬) কে আটক করা হয়। অভিযানে এসআই মোজাম্মেলের নেতৃত্বে মোশারফ হোসেন, মনছুর আলী, হেলাল উদ্দীন সহ আরো বেশ কয়েকজন অংশ নিয়ে তাকে আটক করে। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সপর্দ করেন। ডিবি ওসি মাসুদ রানা, ভারতীয় নিসিদ্ধ ইনজেকশন সহ সুমন (২৬) কে আটক এর কথা নিশ্টিত করে জানান, পরিবার ও এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ী রাজনগর হতে শনিবার রাত ১১ টার সময় ভারতীয় ইনজেকশন সহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোন প্রকার ছাড় দিতে আমরা রাজি না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।