সকল মেনু

লক্ষ্মীপুরে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

 লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মো. আহসান উল্যাহ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহসান উল্যাহ বশিকপুর ইউনিয়নের নন্দিপুর গ্রামের কবিরাজ বাড়ির বাসিন্দা সুলতান আহাম্মদের ছেলে। তিনি স্থানীয় পোদ্দার বাজারে কুলির কাজ করতেন। স্বজন ও স্থানীয়রা জানান, রাতে সেহ্‌রি খেতে বাড়ি যাওয়ার সময় পোদ্দার বাজার এলাকায় দুর্বৃত্তরা তার বুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top