সকল মেনু

জাকাতের কাপড় নিতে এসে ২ নারীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি,২৪জুলাই : মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোডে জাকাতের কাপড় নিতে এসে ভিড়ের চাপে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন সদর উপজেলার বারইল গ্রামের আইনুদ্দিনের স্ত্রী জামেলা খাতুন (৫৫) ও পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী হাসনা বেগম (৫০)। এ ঘটনায় অসুস্থ হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও বসুন্ধরা গ্রুপের জাকাতের কাপড় নিতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। কাপড় দেওয়া শুরু করার আগেই ভিড়ের চাপে এবং প্রচণ্ড গরমে বেশ কিছু নারী অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর ওই দুজনের মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১০ হাজার লোকের মাঝে এই কাপড় বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top