সকল মেনু

ভি.জি.এফ এর চাল হাতে নাতে ধরলেন ইউ,এন,ও

 বেলাব (নরসিংদী) প্রতিনিধি: অতি দরিদ্রদের ভি,জি,এফ এর চাল কম দেয়ার খবর পেয়ে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিজ চক্ষে দেখলেন প্রতি কার্ডধারীকে ১০ কেজির স্থলে ৭ থেকে ৮ কেজি করে চাল দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই বৃহস্পতিবার উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। ইউ,এন,ও এবং স্থানীয় সাংবাদিকদের তাৎক্ষনিক উপস্থিতিতে পূনরায় চাল ফেরত নিয়ে নতুন করে ১০ কেজি করে মেপে দেয়ায় রক্ষা পেয়েছেন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। তবে উক্ত ভি,জি,এফের চাল বিতরনের সময় টেক অফিসার উপস্থিত থাকার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট টেক অফিসার পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ নূরুজামান উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন বলেন, চাল দেয়ার সময় টেক অফিসার উপস্থিত থাকেন। আমি আসলে চাল কম দেয়ার ব্যাপারটি জানতামনা। নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধরণ সম্পাদক মোঃ আশাব উদ্দিন খাঁন জানান, কার্ডধারী কিছু লোকদের কাছ থেকে যখন জানতে পারি এখানে চাল কম দেয়া হচ্ছে তখনই নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের খবর দেই। তারা এসে ঘটনার সত্যতা পেয়েছে। ভি,জি,এফ কার্ডধারী রহিমা জানান, প্রতিবারই চেয়ারম্যান মেম্বাররা চাইল কম দেয়। কোন কথা বলতেই পারিনা। স্থানীয়দের অভিযোগ প্রতিবারই চাল দেয়ার সময় মেম্বার ও চেয়ারম্যানরা প্রতি কার্ডধারীতে ২/৩ কেজি করে চাল কম দিয়ে বাকী চাল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে থাকেন। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া সাংবাদিকদের জানান. চাল বিতরনে টেক অফিসার অনুপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top