সকল মেনু

বুড়িগঙ্গার দূষিত পানিতে হুমকির মুখে দেশের বৃহৎ মৎস্য আহরণ ক্ষেত্র

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: বুড়িগঙ্গা নদীর দূষিত পানি মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা দিয়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় প্রবেশ করছে। ইতিমধ্যে ওই এলাকার পানিতে এমোনিয়ার পরিমাণ  বেশী পাওয়া গেছে। এর ফলে ইলিশ মাছসহ অন্যান্য মাছ দুর্বল হয়ে যাচ্ছে। পদ্মা-মেঘনায় পানি দূষণ রোধে এখনই ব্যবস্থা না নিলে ইলিশ প্রজনন ও জাটকা বিচরণ ক্ষেত্র ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০কি.মি. এলাকা হুমকির মুখে পড়বে এবং মাছ উৎপাদনে মারাত্মক বাঁধাগ্রস্থ হয়ে পড়বে বলে মৎস্য বিজ্ঞানীরা মনে করছেন।  ইলিশের প্রজনন ও  জাটকা বিচরণ ক্ষেত্র চাঁদপুরের  ষাটনল হতে  লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা। প্রতি মাসে হাজার হাজার  মেট্রিক টন মাছ এখান থেকে আহরণ করা হয়। কিন্তু  বুড়িগঙ্গা নদীর দূষিত পানি এখন পদ্মা-মেঘনায় ধাবিত হচ্ছে এবং পানিতে ক্ষতিকর এমোনিয়ার উপস্থিতি দেখা দেওয়ায় মাছের খাদ্য ঘাটতিসহ দুর্বল স্বাস্থ্যের ইলিশসহ অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে বলে  মৎস্য গবেষণা  ইনস্টিটিউটের এক জরীপের ফলাফলে পাওয়া গেছে বলে জানালেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনষ্টিট্যুট ও নদী কেরন্দ্রর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান। পদ্মা-মেঘনায় দূষণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। এতে দেশের  বৃহৎ মৎস্য বিচরণ এলাকা হুমকির মুখে পড়বে বলে  মনে করছেন  চাঁদপুর মৎস্য গবেষণা ইনষ্টিট্যুট ও নদী কেরন্দ্রর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হাসান।  সরকার পদ্মা-মেঘনা নদীকে দূষণ  মুক্ত রাখতে এখনই  কার্যকরী পদক্ষেপ নিবেন বলে মৎস্য বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top