সকল মেনু

আশ্চর্য সর্বনাশ,অলংকরণ : সংগৃহীত

 সাহিত্য ডেস্ক: আমাকে পাগল করে তোর গায়ের মদিরা গন্ধ।
তোর এলোকেশি একরাশ মেঘের মতো চুল,
গোলাপের পাপড়ির মতো দুটো পাতলা ঠোঁট,
আর পদ্মফুলের মতো দুটো চোখ
তাতে যেন দুটো কালো ভ্রমর,
আমাকে উন্মাতাল করে দেয়।

আমি শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তোর দিকে;
আর কী আশ্চর্য! তুইও আমার দিকে।
অব্যক্ত কথামালা কাঁপিয়ে দিয়ে যায় তোর অধর।
চিবুকের টোলটি প্রকাশ করে বেদনা ভরা কান্নার বাষ্প।
দমকে দমকে কেঁপে ওঠে কান্নার ভেজা মখমল।
তুই যেন হারিয়ে যাস হঠাৎ কোথায়,
কোন সুদূর অতীতে…
আনমনে আলতো করে মাথা রাখিস আমার বুকে,
আমার বুকপকেট ভরে ওঠে তোর চোখের জলে।
গুমরে কেঁদে ওঠে আমার হৃদয়, হাহাকার ওঠে।
তোর মেঘের মতো চুল বেয়ে আমার আঙুল
খেলা করতে থাকে অবিশ্রাম।

তোর চোখের জলের প্লাবনেই ধুয়েমুছে সাফ হোক দুঃখ-বেদনা।
তোর অধর হয়ে উঠুক আবার প্রেমময়, স্নিগ্ধ।
গাঢ় আলিঙ্গনে কেটে যাক ভয়ের অমানিশা।
তুইই আমার প্রেম, আমার সর্বনাশ;
আমার আশ্চর্য সর্বনাশ!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top