সকল মেনু

যানজট নিয়ন্ত্রণে হিমশিম ট্রাফিক পুলিশ

 আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা : যানজটের শহর রাজধানী ঢাকা। ঢাকায় বসবাস করবেন অথচ যানজটে পড়বেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রমজান মাসে যানজটের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। প্রথম রমজানের প্রথমভাগে একটু ভিন্ন চিত্র দেখা গেলেও দিনের শেষভাগে চিরাচরিত তীব্র যানজটে পড়তে হয়েছে বিভিন্ন পেশার মানুষদের। আর এই যানজট মোকাবিলায় ঢাকার ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়েছে। যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস হটনিউজ২৪বিডি.কমকে বলেন, ‘রমজানের আজ প্রথম দিন। দিনের প্রথমভাগে যান চলাচল স্বাভাবিক থাকলেও দিনের শেষদিকে কিছুটা যানজট দেখা গেছে।’ তিনি আরো বলেন, ‘প্রথম রোজায় প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ পরিবারের সকলের সঙ্গে ইফতার করতে চান। তাই সবাই দ্রুত নিজ আবাসস্থলে পৌছতে কর্মস্থল থেকে প্রায় এক সঙ্গে রাস্তায় বের হয়েছেন। সেজন্য শেষ বিকেলে যানজটের পরিমাণ বেড়েছে।’ পর্যাপ্ত বাস না থাকা, যত্রতত্র ব্যক্তিগত গাড়ি পার্কিং, ফুটপাতের অস্থায়ী দোকান ও রিকশার আধিক্যই এই যানজটের মূল কারণ। তা ছাড়া রমজানে রাজধানীর ফুটপাত দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসার মাত্রা বেড়ে যায়। যার ফলে যানজটের মাত্রা অনেকটা বেড়ে যায়। এজন্য ট্রাফিক বিভাগের দুর্বলতাই অধিকাংশে দায়ী বলে মনে করছেন সাধারণ মানুষ। এ বিষয়ে অতিরিক্ত কমিশনার আরো বলেন, ‘রোজায় নগরীর যানজট নিরসনে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। রমজানে জনসাধারণের নির্বিঘ্নে চলাফেরার কথা মাথায় রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ফুটপাতের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলছে। আশা করি সামনের দিনগুলোতে নগরবাসী এর ফল পাবে। শুধু তা-ই নয় রাজধানীবাসীকে স্বস্তি দেওয়ার জন্য ঈদ পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’ রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, পল্টন, কাকরাইল, শান্তিনগর ও মগবাজার এলাকায় অন্যান্য দিনের মতো দুপুর পর্যন্ত যানজট দেখা না গেলেও ৫টার পর তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে। মুঠোফোনে মিরপুর এলাকা থেকে আমিনুল ইসলাম জুয়েল জানিয়েছেন, দুপুর পর্যন্ত তেমন যানজট দেখা না গেলেও ৫টার পর থেকে তীব্র যানজটে পড়তে হয়েছে। মতিঝিল এলাকা থেকে মিরপুর-১০ যেতে তার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তবে ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করা গেছে রাজধানীর মহাখালী এলাকায়। অন্যান্য এলাকায় সকালের দিকে যানজট না থাকলেও ব্যতিক্রম ছিল এই এলাকা। ওই এলাকায় নিয়মিত যাতায়াতকারী সামিরা আহমেদ বলেন, ‘অন্যান্য দিনের মতো আজও আমি আসাদগেট থেকে ফার্মগেট, তেজগাঁও, মহাখালী হয়ে আমার কর্মস্থল বনানীতে আসি। ফার্মগেট, তেজগাঁও এলাকায় যানজটে না পড়লেও মহাখালী এলাকায় এসে ৩৫ মিনিট যানজটে বসে থাকতে হয়েছে। কিন্তু অফিস থেকে বাসায় ফিরতে সেই পুরোনো চিত্র।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top