সকল মেনু

নারায়ণগঞ্জের কাটা কাপড় মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি,১৮জুন : নারায়ণগঞ্জের কাটা কাপড় মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বুধবার সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার সোহরাওয়ার্দী মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সোহরাওয়ার্দী, ভূঁইয়া, রহমান মার্কেটের সবগুলো দোকান পুড়ে গেছে। রাতে দোকানগুলোতে ঈদের পোশাক তৈরির কাজ চলছিল। ওই মার্কেটের তিন শতাধিক দোকান ও কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় শতকোটি টাকার রেডিমেড পোশাক ও কাপড় পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি বলে ব্যবসায়ীদের দাবি। দেশের বৃহত্তম এ পাইকারি পোশাক প্রস্তুতকারী মার্কেট থেকে সারা দেশে রেডিমেড পোশাক সরবরাহ করা হয়ে থাকে। স্থানীয়রা এ মার্কেটগুলোকে ‘কাটা কাপড়ের মার্কেট’ বলে থাকে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top