মানিকগঞ্জ প্রতিনিধি,২জুন : জেলার সিংগাইরে পাট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলাপার নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সিংগাইর থানার পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, উপজেলার বায়রা বাজার থেকে ওই ট্রাকটি পাট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।