সকল মেনু

বোয়ালমারীর পরমেশ্বদী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয় বৃহ¯প্রতিবার দুপুরে। সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের উপস্থিতিতে পরিষদ চত্বরে বাজেট ঘোষনা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. নজরুল ইসলাম। ঘোষিত বাজেটে ২০১৪-১৫ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৫৩ হাজার ৪৯৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৩৪৩ টাকা। বছর শেষে বাজেটে উদ্ববৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৭৩ হাজার ১৫৪ টাকা। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাত দেখানো হয়েছে এডিপি,এলজিএসপি-২, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচী, উল্লেখযোগ্য খাতে ব্যয় দেখানো হয়েছে স্বাস্থ্য সেনিটেশন, এলজিএসপি-২,হাট বাজার উন্নয়ন, এডিপি ইত্যাদি। বাজেট পেশ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সৈয়দ আহমেদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, অত্র ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা ওলামাদলের সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, মনিরা পারভীন প্রমুখ। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ইউনিয়নের সচিব মো. হাফিজুর রহমান ঠাকুর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top