সকল মেনু

তিস্তায় নৌকা ডুবিতে দুদিনেও খোঁজ মেলেনি নেপালের ডেন্টাল শিক্ষার্থীর

  রংপুর অফিস: রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনার দুদিনেও খোঁজ মেলেনি ডেন্টাল কলেজের শিক্ষার্থী পোয়েন কেসির। তবে দমকল বাহিনীর ডুবরিদল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি স্পিড বোর্ড দিয়েও খোঁজা হচ্ছে।  কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ জানান, শুক্রবার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের ৫ শিক্ষার্থী তিস্তা সড়ক সেতু পাড়ে বেড়াতে আসেন। এসময় তারা একটি নৌকা ভাড়া করে তিস্তা নদীতে ঘুরতে বের হন। নৌকা নিয়ে ঘোরাঘুরির এক পর্যাযে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এসময় শিক্ষার্থীদের চিৎকারে লোকজন ডেন্টাল প্রথম বর্ষের শিক্ষার্থী  বিশ্বজিৎ, ডেবিট, অভিশেক ও ডেগকে উদ্ধার করে। এছাড়া তাদের আরেক বন্ধু পোয়েন কেসির কোন সন্ধান মেলেনি। খবর পেয়ে রংপুর থেকে দমকল বাহিনীর ডুবরিদল তিস্তা নদীতে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু  শনিবার দুদিনেও তাদের কোন সন্ধান পায়নি ডুবরিদল। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালক আল-আমিন জানান, কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তারা সবার অজান্তে তিস্তায় গিয়েছিল। আমরা এখন পর্যন্ত নিখোঁজ পোয়েন কেসির সন্ধানে দমকল বাহিনীর ডুবরি দল ও পানি উন্নয়ন বোর্ডের ৪টি স্পিড বেকার দিয়ে নদীতে খোঁজ করছি। তিনি জানান বিষয়টি আমরা নেপালী অ্যাম্বাসী, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় পুলিশ প্রশাসন ও নিখোঁজ পোয়েন কেসির পরিবারকে জানিয়েছি । কেসির পরিবার নেপাল থেকে রওয়ানা দিয়েছেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top