হটনিউজ ডেস্ক,১৭মে,ঢাকা: রাজধানির ডেমরা থানাধীন সামসুল হক খান স্কুলের ছাত্র মোহাম্মাদ হামীম মামুন ২০১৪ সালের এস এস সি পরীক্ষায় জি পি এ ৫ পেয়েছে। সে দৈনিক মুক্তখবর পত্রিকার বিশেষ প্রতিনিধি মুহাম্মাদ মামুন শেখ ও শামীমা মামুন পপির মেঝো ছেলে। ছেলের অসাধরন সাফল্যের জন্য তার পিতা মাতা স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শিক্ষকরাই পারেন একজন ছাত্রকে সু-শিক্ষিত করে গড়ে তুলতে। শিক্ষকরা মনোযোগ দিয়ে পাঠদান করালেই একজন ছাত্রের পক্ষে ভাল সাফল্য বয়ে আনা সম্ভব। হামীম বলেন আমার এ সাফল্যের জন্য আম্মুর প্রেরনাই সব চেয়ে বেশি।আমার আম্মুর পরিশ্রমের মুল্য আমি কোন কিছুর বিনিময়ে শোধ করতে পারবনা।আমার আম্মুর নির্দেশে আমি দৈনিক ১৬ ঘন্টা পরাশুনা করেছি। হামীম সকলের কাছে দোয়া প্রার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।