জেলা প্রতিবেদক,রাজবাড়ী, ৯ মে : জেলার মজলিশপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জুয়েল (২৫), পরেশ (৪৫),আফসার (৩৫)। অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বরিশাল মুখী গ্লোবাল পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকা মুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আলাবিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই আটজন মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।