সকল মেনু

জামালপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

 জামালপুর থেকে ফজলে এলাহী মাকাম: জামালপুর শহরের আবেদনচক মার্কেটের জলাবদ্ধতা নিরশনে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। দুপুরে শহরের তমালতালায় প্রধান সড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আবেদন চক মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা । এ সময় প্রধান সড়কের রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন আবেদনচক দোকান মালিক সমিতির সভাপতি সুবাস সাহা,ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক আনিসুুর রহমান,ব্যবসায়ী ফারুক হোসেন সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, বারবার কর্তৃপক্ষকে আবেদন করার পরও শহরের প্রধান মার্কেটে ড্রেনের ময়লা ও র্দূগন্ধযুক্ত পানিতে মার্কেটের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যপারে দ্রুত ব্যবস্থা না নিয়ে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের হুমকী প্রদান করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top