সকল মেনু

কালহাতিতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

 জেলা প্রতিবেদক,টাঙ্গাইল, ৭ মে : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার ভোরে কালিহাতী উপজেলার সরলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ জানায়, ভোর ৬টার দিকে সুতাভর্তি একটি ট্রাক সরলা এলাকার ১৬ নম্বর ব্রিজের কাছে বিকল হয়ে পড়ে। এ সময় উত্তর বঙ্গগামী রডবোঝাই আরেকটি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে দুটি ট্রাকই দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এদের মধ্যে দুজন ট্রাকের হেলপার ও একজন চালক রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top