সকল মেনু

চাঁদপুরের মতলবে সাংবাদিকরা মার্কিন রাস্ট্রদূতের অনুষ্ঠান বয়কট করলেন

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইসিডিডিআরবি’র কর্মকর্তা এবং  মার্কিন রাস্ট্রদূতের কয়েকজন বাংলাদেশি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরনের কারণে চাঁদপুরের সাংবাদিকরা  ড্যান মোজেনার অনুষ্ঠান বয়কট করেছে। রোববার সকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা আইসিডিডিআরবি এবং এর কয়েকটি প্রকল্প পরিদর্শণে মতলবে আসেন। রাষ্ট্রদূত আসার আগ মুহূর্তে চাঁদপুর থেকে সাংবাদিকরা আইসডিডিআরবিতে গেলে প্রথমেই হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। তারা সাংবাদিকদের একটি কক্ষে নিয়ে বসিয়ে রাখে। পরে রাষ্ট্রদূত আসার মিনিট কয় আগে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হলেও বারবার তাদের অনুরোধ করেও রাষ্ট্রদূতের সফর কর্মসূচির কোন কপি পাওয়া যায়নি। বেলা পৌনে ১২ টার দিকে রাষ্ট্রদূত দশপাড়া নামের একটি গ্রামে আইসিডিডিআরবি’র একটি অস্থায়ী কেন্দ্র পরিদর্শন শেষে বের হবার সময় সাংবাদিকরা তার সাক্ষাতকার নিতে গেলে রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যান। কিন্তু এ সময় দূতাবাসের একজন বাংলাদেশি স্টাফ সাংবাদিকদের সাথে কথা বলার আগেই ঘোষণা করেন কোন প্রশ্ন করা যাবে না। সাংবাদিকরা কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে তিনি রাষ্ট্রদূতকে সেখান থেকে অনেকটা জোর করেই অন্য কর্মসূচিতে অংশ নেবার জন্য নিয়ে রওয়ানা করেন। পরে তারা জানান, দুপুর আড়াইটায় অন্যান্য কর্মসূচি শেষ করে রাষ্ট্রদূত প্রেস ব্রিফিং করবেন। এর আগে তিনি কোন কথা বলবেন না। ওই কর্মকর্তা সাংবাদিকদের পরামর্শ দেন রাস্ট্রদূতের অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে। সাংবাদিকরা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতের বাদ বাকি অনুষ্ঠান বয়কট করেন। এসময় মতলব উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিটিকেও সাংবাদিকদের সাথে মারমুখী স্বরে কথা বলতে দেখা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top