এম.এফ.এ মাকাম: জামালপুরে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন , গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৩ হাজার একর জামির উপর ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে তথ্য প্রযুক্তির উপর আইটি ভিলেজ নির্মান করা হচ্ছে। যাতে বিশ্বের অন্যান্য আইটি শহরের মত বাংলাদেশও আইটি ক্ষেত্রে উন্নত হতে পারে। তিনি আরো বলেন খালেদা জিয়ার আমলে জঙ্গিদের আস্তানা হয়েছিল কিন্তু বর্তমানে আইটিকে ব্যবহার করে জঙ্গি দমনে ভূমিকা রাখছে সরকার। সকালে জামালপুর জেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ,সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ছানা,এফ বিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন । ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩১টি স্টল স্থান পেয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।