কবির হোসাইন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ৬ বছরের এক শিশু। নিহত শিশুর নাম সিয়াম। সে জিয়ানগর উপজেলার টগরা গ্রামের মো: মাসুম এর ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সিয়াম তরমুজ খেতে চাইলে সন্ধ্যা ৭ টায় তার মা পাড়েরহাট বন্দর থেকে তরমুজ কিনে অটোরিক্সায় করে বাড়ি ফিরছিল। অটোরিক্সা থেকে নামলে সিয়াম রিক্সার দিকে দৌড় দেয়। এ সময় পিরোজপুর থেকে জিয়ানগরের দিক যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মারাক্তক আহত হয়। তাকে তাৎক্ষনিক ভাবে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিয়াম রাত ৮ টার দিকে মারা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।