সকল মেনু

মিউজিয়ামটি পুলিশ ক্যাপ আকৃতির

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৩০ এপ্রিল : এক ব্যতিক্রমী পুলিশ মিউজিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে দুবাই পুলিশ। যার স্থাপনার আকার হবে পুলিশ ক্যাপ আকৃতির।

মিউজিয়ামটি নির্মিত হবে দুবাই পুলিশ এর সদর দপ্তরে। ইতিমধ্যেই মিউজিয়ামের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং বাজেটও অনুমোদন হয়েছে। তারা মনে করছেন, নতুন আকৃতির এই মিউজিয়াম বিল্ডিং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, দুবাই পুলিশ সদর দপ্তরের পুরাতন মিউজিয়ামটির চেয়ে আকারে বৃহৎ হবে নতুন এই মিউজিয়াম। এতে রিসার্চ হলও থাকবে।

পুরাতন মিউজিয়ামটির নির্মাণ শুরু হয় ১৯৮৫ সালে। ১৯৮৭ সালে খুলে দেওয়া হয়। ২০০৬ সালে এক অগ্নিকান্ডে মিউজিয়ামটির অপূরণীয় ক্ষতি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top