এম,এফ ,এ মাকাম: জামালপুরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের চার আনি গ্রামের কৃষক আবুল হোসেন (৬০) ধান ক্ষেতে গেলে সেখানে কাল বৈশাখী ঝড়ে ছিড়ে থাকা পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত সফিক এর ভাই অভিযোগ করে গত ২৭ এপ্রিল রাতে কালবৈখাখী ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে গেলে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও তারা এই তার মেরামত না করে ছিড়া তারেই বিদ্যুৎ সংযোগ দেওয়ায় তার ভাই আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের জিএম রেজাউল্লাহ খান,জানিয়েছে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে পল্লীবিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় তার কর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছে। আর এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ( পরিচালন ও ব্যবস্থাপনা ) বিভাগের এজিএম রিপন কুমার দামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ কমিটির রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।