কবির হোসাইন,পিরোজপুর প্রতিনিধি: অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জেন্ডার, মানবাধিকার ও গ্রাম আদালত বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় পিরোজপুরের ভান্ডারিয়ায়। আজ রোববার সকাল ১০ টায় ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবু রশিদ এর সভাপতিত্বে দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এ.কে.এম. শামিমুল হক ছিদ্দিকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। কর্মশালায়, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের সচিবগন এ কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় গ্রাম আদালতে নারীর বিচার প্রাপ্তীর ক্ষেত্রে উপজেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, নারী শিশু ও সমাজসেবা কর্মকর্তা , সুশীল সমাজ ও ইউনিয়ন পরিষদের অঙ্গীকার ও করণীয় বিষয়ের উপর আলোচনা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।