সকল মেনু

হামিদ মিরের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২৫ এপ্রিল : পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির তার ওপর হামলার জন্য ফের দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে (আইএসআই) দায়ী করলেন।

গত সপ্তাহে হামলার শিকার হওয়ার পর তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি আইএসআইকে দায়ী করলেন। এর আগে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি একই দাবি করেন।

পাকিস্তানের জনপ্রিয় এই সাংবাদিক গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলা শিকার হন।

এদিকে হামিদ মিরের বিবৃতিকে ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে আইএসআই। এ ছাড়া পাকিস্তানের সম্প্রচার কর্র্র্তৃপক্ষ জিও টিভি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। হামিদ মির জিও টিভির নির্বাহী সম্পাদক।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top