সকল মেনু

পাকিস্তানকে আকরামের উপদেশ

ক্রীড়া ডেস্ক, ১২ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : বিশ্বকাপ আসতে এখনও অনেক দিন বাকি। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। পাকিস্তান ১৯৯২ সালের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ইমরান খানের নেতৃত্বাধীন সেই পাকিস্তান দলের সদস্য ছিলেন ওয়াসিম আকরাম। ১৮ উইকেট দখল করে পাকিস্তানের বিশ্বকাপ জয়ে তিনি মূল ভূমিকা রেখেছিলেন। সেই অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তিনি পাকিস্তানকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

ওয়াসিম বলেছেন, এ সময়ে পাকিস্তানের সামনে বড় কোনো ক্রিকেট সফর নেই। তাই তাদের বুট ক্যাম্প করে প্রস্তুতি নেওয়া উচিত। সাধারণত অ্যাশেজ সিরিজের আগে বুট ক্যাম্প করে প্রস্তুতি গ্রহণ করে অস্ট্রেলিয়া। ওয়াসিম বলেছেন, ‘অক্টোবরের আগ পর্যন্ত পাকিস্তানের সিরিজ নেই। তাই প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার মতো তাদের বুট ক্যাম্প করা উচিত।’

বিশ্বকাপে পাকিস্তান আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো_ ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং জিম্বাবুয়ে। ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের সঙ্গে কখনও জয় পায়নি দেশটি। বিশ্বকাপে ভালো করার জন্য ওয়াসিমের পরামর্শ_ ‘২০১৫ সালের বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। এটাই আমার উদ্বেগের কারণ। ভালো প্রস্তুতিও তাই জরুরি।’

১৯৯২ সালে বিশ্বকাপের স্মৃতি স্মরণ করে ওয়াসিম বলেন, ‘মনে আছে আমরা তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। এটা আমাদের খুব সাহায্য করেছে।’

এদিকে, পাকিস্তানের সাবেক অধিনায়ক মইন খান বলেছেন, ভারতের কাছ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের শেখার আছে অনেক কিছু। তিনি বলেন, ‘আইপিএল খেলে ভারতীয় ক্রিকেটাররা বেড়ে উঠছে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক কঠিন। পাকিস্তান ক্রিকেটের এসব দেখে শেখা উচিত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top