সকল মেনু

রক্তপরীক্ষায় ধরা পড়বে ক্যানসার

স্বাস্থ্য প্রতিবেদক, ৮ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : সম্প্রতি গবেষকেরা জানিয়েছেন, নতুন একধরনের রক্তপরক্ষীয় ধরা পড়বে কোন রোগী কোনধরণের ক্যানসারে আক্রান্ত এবং তার রোগ কোন স্তরে রয়েছে৷ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকেরা জানিয়েছেন এটির সাহায্যে অনেক ধরনের ক্যানসারকে চিহ্নিত করতে সুবিধা হবে এবং এটি অত্যন্ত সংবেদনশীল ও নির্দিষ্ট৷ এটির সাহায্যে চিকিৎসকেরা প্রায় ৫০ শতাংশ রোগীর ফুসফুসের ক্যানসারকে প্রথম স্তরেই চিহ্নিত করতে পারবেন এবং অন্যান্য রোগীর ক্যানসারও ধরা সহজ হবে৷

রেডিয়েশন অঙ্কোলজির সহঅধ্যাপক ম্যাক্সিমিলান ডিয়েহন্ জানিয়েছেন, তারা ডিএনকে টিউমারের প্রচলনের ক্ষেত্রে দুটি প্রধান বাধাকে জয় করার পদ্ধতি বিকশিত করেছেন৷ এর ফলে চিকিৎসার অনুপস্থিতি থাকলেও ক্যানসার কোষ আপনা থেকেই বিভাজিত হবে এবং মরে যাবে৷ তারা মরে গেলে রক্তকোষের মধ্যে ডিএনকে মুক্ত করবে এবং এর ফলে টেস্ট টিইবের মধ্যে ক্ষুদ্র জেনেটিক বার্তা পাওয়া সম্ভব হবে৷ এই বার্তাকে পরীক্ষা করেই ক্যানসারের টাইপ নিরীক্ষণ করা যাবে এবং সেই মতোই রোগীকে চিকিৎসা দেওয়া হবে৷

অপর এক গবেষক জানিয়েছেন, তাদের একটি সমন্বিত কর্মকৌশল প্রয়োজন যার মাধ্যমে রক্তে ডিএনএর প্রচল পৃথকরূপে সনাক্তকরণ সম্ভব এবং বিরল ক্যানসার সংশ্লিষ্ট পরিব্যক্তি সনাক্তকরণ সম্ভব৷ যদিও গবেষকেরা বেশিরভাগ নজর দিচ্ছেন নন-স্মল-সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের উপর৷ তবে এই পদ্ধতি সারা শরীরের বিভিন্ন ক্যানসারাস টিউমারের ক্ষেত্রেই উপযোগী৷

সম্প্রতি এই গবেষণাটি নেটার মেডিসিনের একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top