সকল মেনু

মুক্তি পেয়েছেন মির্জা আব্বাস

ঢাকা, ৩ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : চার মামলায় ১৯ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় দলের কয়েক’শ নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মুক্তির বিষয়টি নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র আসার পর মির্জা আব্বাস সাহেবকে মুক্তি দেয়া হয়েছে। সবগুলো মামলায় তিনি হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।

এর আগে গত ১৬ মার্চ গাড়ি পোড়ানোসহ মোট চারটি মামলায় আদালতে হাজির হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

প্রসঙ্গত, একই দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থ সম্পাদক আবদুস সালামকেও কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top