সকল মেনু

কবরস্থান নিয়ে সংঘর্ষ, আহত ৪০

মেহেরপুর, ৩০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : মেহেরপুরের গাংনীতে কবরস্থান নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে গাংনী উপজেলার দীঘলকান্দি ও কচুইখালী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘলকান্দি ও কচুইখালী পাশাপাশি দুটি গ্রামের মানুষ দীর্ঘদিন একই কবরস্থানে মরদেহ দাফন করে আসছিলেন। মাঝেমধ্যে দুই গ্রামের মানুষের মাঝে দ্বন্দ্ব বাধায় কচুইখালী গ্রামের মানুষ বেশ কিছুদিন আগে আলাদা একটি কবরস্থান তৈরি করেন। কিন্তু এতেও বিরোধ থামেনি। ওই বিরোধের জের ধরে রোববার সকালে দুই গ্রামের মানুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ থেমে গেলেও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।  খবর পেয়ে মেহেরপুর সদর ও গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top