সকল মেনু

পদ্মাসেতু সরকারের প্রধান অগ্রাধিকার: যোগাযোগ মন্ত্রী

মুন্সীগঞ্জ, ২৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আগামী জুন মাসেই সেতুর মূল অবকাঠামো নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ঘাট এলাকায় পদ্মাসেতু সাইড পরিদর্শন করতে এসে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ কাজ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সেতুর মূল অবকাঠামো নির্মাণের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী জুন মাসেই সেতুর মূল অবকাঠামো নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, চলতি অর্থ বছরে পদ্মাসেতু নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আট হাজার কোটি টাকার বরাদ্ধ আসতে পারে। এছাড়া পদ্মার দুই পাশে ১৮শ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, পদ্মানদীর তীর সংরক্ষণের জন্য মাওয়া এলাকায় ১৩কিলোমিটার এলাকায় পাইলট প্রটেকশন কাজ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top