সকল মেনু

ক্লাউড সার্ভিসের দাম কমালো গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : গুগল তাদের কয়েকটি ইন্টারনেট ভিত্তিক সার্ভিসের মূল্য কমপক্ষে ৩০% কমিয়েছে। ক্লাউড কম্পিউটিং এর প্রতিযোগিতায় অ্যামাজন ও মাইক্রোসফটের সাথে চ্যালেঞ্জে এ পদক্ষেপ নিয়েছে তারা।এই সার্ভিসগুলো মূলত গুগলের নিজস্ব ডেটা সেন্টার থেকে কম্পিউটার পাওয়ার ও স্টোরেজ স্পেস সুবিধা প্রদান করে থাকে। গুগল তাদের কী কম্পিউটিং-ক্যাপাসিটি প্রোডাক্টের মূল্য ৩২% পর্যন্ত কমিয়েছে। অন্যদিকে গুগল তাদের স্টোরেজ স্পেসের মূল্য ৬৮% পর্যন্ত কমিয়েছে এবং বিগ কোয়েরী ডেটা-অ্যানালাইসিস সার্ভিসের মূল্য কমিয়েছে ৮৫% পর্যন্ত।

সার্চ জায়ান্ট এই কোম্পানিটি টার্গেট করছে তার কাস্টমারদের চমৎকৃত করার জন্য। এরই ফলশ্রুতিতে গুগল ক্লাউড সার্ভিসের দাম কমিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ও মাইক্রোসফট তাদের সাধ্য অনুযায়ী মূল্য কমিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top