সকল মেনু

ফিটনেস ট্র্যাকার তৈরীকারক বেসিস কে কিনে নিল ইন্টেল

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিখ্যাত চিপ প্রস্তুতকারক কোম্পানি ইন্টেল কিনে নিয়েছে “বেসিস সায়েন্স” কে। বেসিস মূলত ফিটনেস ট্র্যাকার ডিভাইস তৈরীকারক হিসেবে পরিচিত। ইন্টেল এই কোম্পানীকে কত দিয়ে কিনেছে তা প্রকাশ করেনি।

গত মঙ্গলবার সান্টাক্লারা’র ইন্টেল কর্পোরেশন অফিসে এই ঘটনা ঘটে। এতে ধারনা করা হচ্ছে পরিধানযোগ্য গ্যাজেট তৈরিতে মনোনিবেষ করবে ইন্টেল। এখন পর্যন্ত পরিধানযোগ্য গ্যাজেটের মধ্যে ফিটনেস ট্র্যাকারই সবচেয়ে বেশী ব্যবহৃত হচ্ছে। এবং বেসিস তৈরি করত এমন সব গ্যাজেট যা ব্যবহারকারীর অ্যাকটিভিটি লেভেল, হার্ট রেট, ঘুমের প্যাটার্ন এবং অন্যান্য ডেটা ট্র্যাক করত।

বেসিস কে কিনে নেয়ার ফলে এর সিইও জেফ হুলভ এখন থেকে ইন্টেলের নতুন ডিভাইস গ্রুপের জেনারেল ম্যানেজার হবেন। ইন্টেল জানিয়েছে বেসিসের প্রস্তুতকৃত “বেসিস ব্যান্ড” এর বিক্রয় অব্যাহত থাকবে এবং কোম্পানিটির ৬০ জন কর্মকর্তা ভবিষ্যতের পরিধানযোগ্য গ্যাজেট তৈরির কাজ চালিয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top