সকল মেনু

প্রথম বারের মত এমএস ডস সোর্স কোড উন্মুক্ত করে দিল মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ১৯৮০ সালের দিকে কম্পিউটার অপারেটিং সিস্টেমের জগতে প্রথম প্রবেশ করে মাইক্রোসফটের এমএস ডস। সম্প্রতি কম্পিউটার হিস্টোরি মিউজিয়ামের সহায়তায় মাইক্রোসফট সবার জন্য এমএস ডসের সোর্স কোড উন্মুক্ত করে দিল।

হ্যাঁ বিষয়টি হ্যাকারদের জন্য চমকপ্রদ ব্যপার। প্রথম বারের মত সোর্স কোড উন্মুক্ত করায় এখান থেকে বের হয়ে আসতে পারে নতুন কিছু। হ্যাকার রা তারই অপেক্ষায় আছেন।

কম্পিউটার হিস্টোরি মিউজিয়ামটি মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। তারা ফ্যান দের জন্য এমএস ডস ১.১, ২.০ এবং ওয়ার্ড ১.১a এর সোর্স কোড উন্মুক্ত করে দিয়েছে। এতে করে কম্পিউটার সাইন্সের হিস্টোরি ফ্যানদের কাছে ভাল মত বোধগম্য হবে বলে আশা করছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top