সকল মেনু

ক্রিমিয়ার আরও একটি সামরিক ঘাঁটি রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ মার্চ : ক্রিমিয়ায় রাশিয়ার সেনারা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় সামরিক ঘাঁটিটি দখলে নিয়েছে। ক্রিমিয়ার শহর সেভাস্তোপলের কাছে বেলবেক বিমান ঘাঁটিতে প্রবেশের সময় রাশিয়ার সেনারা সাঁজোয়া যান এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে।

ইউক্রেনের সৈন্যরা বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। তবে ছেড়ে যাবার আগে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল। পরে এই ঘাঁটির কমান্ডারের নির্দেশে সেনারা তাদের অস্ত্র ঘাঁটিতে রেখে চলে যায়। অবশ্য তার আগেই একজন সেনা আহত হয়েছেন বলে জানা যায়।

এর আগে সেভাস্তোপোল বন্দরের উত্তরে অবস্থিত নভোফেদোরিভকা নামের আরেকটি বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী।

ওদিকে ক্রিমিয়াকে রাশিয়ার সাথে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বৈশ্বিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী।

কিয়েভে এক সফরে গিয়ে স্টিফেন হারপার বলেন ইউক্রেনের অখণ্ডতা রক্ষার নিশ্চয়তা ভাঙ্গার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য রাষ্ট্রগুলোকে উস্কে দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top