সকল মেনু

৪ লক্ষাধিক স্মার্টওয়াচ বিক্রয় করেছে পেবল

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্মার্টওয়াচের বাজার ভাল না খারাপ তা পেবলের গত বছরের বিক্রয়ের পরিসংখ্যান দেখলে বোঝা যায়। ২০১৩ তে তারা বিক্রয় করে ৪ লক্ষাধিক স্মার্টওয়াচ। সেই সাথে আসে অপ্রত্যাশিত ৬০ মিলিয়ন ডলারের বিক্রয়লব্ধ আয়।

২০১৪ তে তারা এই আয় দ্বিগুন করার পরিকল্পনা করছে। তারা বছরটি শুরু করেছে কনজ্যুমার ইলেকট্রনিক শো এর মাধ্যমে (CES)। তারা সেখানে তাদের স্টিল নির্মিত স্মার্টওয়াচ প্রদর্শন করেছিল। পরবর্তীতে ফেব্রুয়ারীতে তারা তাদের আইওএস অ্যাপে আনে বড় ধরনের পরিবর্তন।

pebble

গুগল অথবা সনির মত কোম্পানী যাই তৈরি করুক পেবল ফোকাস করছে মান সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে। তবে প্রতিদ্বন্দী গুগলের সাম্প্রতিক অ্যান্ড্রয়েড ওয়্যার SDK এর ঘোষনা এবং কিছু দিনের মধ্যে অ্যাপলের আইওয়াচ আসার সম্ভাবনার প্রেক্ষিতে পেবল কি করে সেটা দেখার বিষ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top