সকল মেনু

সন্ধ্যায় পাকিস্তান-ভারত মহারণ

ঢাকা, ২১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আজ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি দল।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ম্যাচের পরতে পরতে নাটক। আজ দু’দলই জয় ছিনিয়ে নিতে লড়বে। শক্তির বিচারে দু’দলই সমানে সমান। দিনের খেলায় যারাই নিজেদের সেরাটা মেলে দিতে পারবে। দিন শেষে তারাই জিতবে।

পাকিস্তানের মূল শক্তি বোলিং। পেসের পাশাপশি স্পিন ডিপার্টমেন্টে খুব শক্তিশালী। উমর গুলের পাশাপশি বোলিংয়ে দ্যুতি ছড়াবেন জুনায়েদ খান। ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে দেয়ার জন্য সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও মহম্মদ হাফিজতো রয়েছেনই। তবে পাকিস্তানের ব্যাটিং সাইড ততটা সমৃদ্ধ নয়। জয় পেতে হলে ব্যাটসম্যানদেরকে বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাট চালাতে হবে।

অন্যদিকে ক্রিকেটের প্রথম দিন থেকেই ব্যাটিং শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিং সাইড তাদের সমৃদ্ধ। শেখর ধাওয়ান, বিরাট কোহলি, রাহিত শর্মা ও যুবরাজ সিংরা উইকেটে একবার সেট হতে পারলে পাকিস্তানের বোলারদের বারোটা বাজিয়ে দিবেন। আর বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন ভুবেনেশ্বর কুমরা, মহম্মদ সামী, রবিচন্দ্র অশ্বিন ও রবিন্দ্র জাদেজারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top