সকল মেনু

নেপালের বিপক্ষেও বাংলাদেশের বড় জয়

ঢাকা, ১৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭২ রানে অলআউট করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নেপাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ১২৬ রান সংগ্রহ করেছে।

১২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভার ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সাব্বির রহমান ২১, সাকিব ৩৭, তামিম ৩০ ও আনামুল ৪২ রান করেন।

বাংলাদেশের যে দুটি উইকেটের পতন ঘটেছে তার বসন্ত রেগমি। অপরটি রান আউটে কাটা পড়েছে।

এর আগে, বল হাতে নিয়ে নেপাল শিবিরে প্রথম আঘাত করেন ফরহাদ রেজা। চতুর্থ ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন সুবাস কাকুরে (৮)। এরপর আল-আমিন হোসেন সপ্তম ওভারে ডাবল ব্রেক থ্রু এনে দেন। সাজঘরে ফিরেন সাগর পাল (১২) ও গ্রায়ান্ডা মাল্লা (১৩)।

৩৯ রানে ৩ উইকেট হারানো নেপাল চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায়। পরশ খাদকা ও শরদ ভেসাকার ৭৫ বলে ৮৫ রানের জুটি গড়েন।

মাশরাফির করা ১৯তম  ওভারের শেষ বলে ৪১ রান করে সাজঘরে ফিরেন পরশ খাদকা। অপরপ্রান্তে থাকা ভেসাকার ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪০ রানে রান আউটের শিকার হন।

১৫ ওভারে ৮৬ রানে থাকা নেপাল শেষ ৫ ওভারে ৪০ রান সংগ্রহ করে।

আল-আমিন হোসেন ১৭ রানে ২ উইকেট এবং মাশরাফি ও ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top