সকল মেনু

আপনার ব্যক্তিত্ব কেমন? জেনে নিন একটি “অন্যরকম” কুইজের মাধ্যমে

লাইফস্টাইল প্রতিবেদক, ১৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আমরা একেকজন মানুষ একেকধরনের হয়ে থাকি। আমাদের একজনের চিন্তা ভাবনা, কাজ করার ধরণ অন্য আরেকজনের সাথে বলতে গেলে কিছুই মেলে না। আর যাদের সাথে কিছুটা হলেও মেলে তাদের মধ্যে তৈরি হয়ে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আমাদের একেক ধরণের চিন্তা ভাবনা, কাজের প্রতি আগ্রহ, কাজ করার ক্ষমতা এবং কাজ করার ধরন একেক রকমের কেন, তা কি ভেবে দেখেছেন কখনো?

আমাদের চিন্তা ভাবনা, কাজের ধরণ এবং কাজের ক্ষমতা পুরোটাই নির্ভর করে আমাদের মস্তিষ্কের ওপর। আমরা সকলেই জানি আমাদের মস্তিষ্কে দুটি অংশ আছে। এই দুটি অংশের যেকোনো একটি অংশের প্রভাব সব চেয়ে বেশি পড়ে আমাদের কাজের ওপর। আর এর থেকেই নির্ধারণ হয় আমাদের চিন্তা ভাবনার ধরণ, কাজ এবং কাজ করার আগ্রহ, ক্ষমতা। আসুন তবে দেখে নিন, আপনার মস্তিষ্কের কোন অংশের প্রভাব বেশি আপনার ওপর এবং তাঁর ফলে কেমন হচ্ছে আপনার ব্যক্তিত্ব। একটি অন্যরকম ছোট্ট কুইজের মাধ্যমে।

১. আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন আপনার সম্পর্কে কী বলেন?

ক) আপনি অনেক বেশি মিশুক, সকলের সাথেই ভালো করে মিশে যেতে পারেন।
খ) আপনি একেবারেই মুখচোরা, কারো সাথে ভালো করে কথাও বলেন না।

২. আপনি প্রতিদিন সকালে উঠে যে পোশাকটি পরে কাজে যান তা আপনি…

ক) চোখের সামনে যেটা পড়ে বা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন।
খ) আগের রাতে ঠিক করে রাখা কোনো পোশাক।

৩. আপনাকে যদি দুটো কাজ একসাথে করতে দেয়া হয় আপনি কীভাবে করবেন?

ক) প্রথমে ১ টি কাজ শেষ করে পরে আরেকটি শুরু করবেন।
খ) দুটোই একসাথে শুরু করে সমানতালে কাজ আগাবেন।

৪. আপনি একটি লটারিতে ১ সপ্তাহের জন্য কক্সবাজারে ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন, আপনি সাথে কাকে নেবেন?

ক) পরিবারের কেউ
খ) বন্ধুবান্ধবের মধ্যে কেউ

৫. আপনি অনেক দুঃখের কোনো সিনেমা/নাটক দেখলেন, কী করবেন?

ক) সামান্য কাঁদবেন
খ) কান্না করা ছেলেমানুষি, ভেবে চুপচাপ বসে থাকবেন

৬. আপনি যখন কারো সাথে তর্ক করেন তখন কী করেন?

ক) তর্কে ‘কী হলে, কী হতো’ বা ‘এমনটা হলে, তেমনটা হতে পারতো’ এই ধরণের উদাহরণ দেন
খ) যা ঘটেছে যা সরাসরি উপস্থাপন করেন।

৭. আপনার খুব ভালো কোনো বন্ধু বা ঘনিষ্ঠ কোন আত্মীয়ের কোনো কাজে আপনি মন খারাপ করেছেন, কি করবেন তখন?

ক) তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন বা তাকে কিছুই বলবেন না।
খ) তাকে সরাসরি বলবেন তার কোন কাজটি আপনার পছন্দ হয় নি।

ফলাফলঃ

বেশীরভাগ ক্ষেত্রে ক হলেঃ আপনি বাম অংশের মস্তিষ্ক দ্বারা বেশী প্রভাবিত

আপনি অন্যের ওপর প্রভাব বিস্তার করতে বেশী পছন্দ করেন। আপনি অন্যের হুকুম বা অন্যের কোনো কথা বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে একেবারেই রাজি থাকেন না। আপনি অনেক অগোছালো থাকতে পছন্দ করেন। আপনি কোনো সমস্যা সমাধানে অনেক বেশী পারদর্শী এবং অনেক বেশী অনুভূতিশীল একজন মানুষ। আপনি অনেক নাটুকেপনা পছন্দ করেন। নিজের খেয়ালখুশি মতো চলাই আপনার জীবনের আদর্শ।

বেশীরভাগ ক্ষেত্রে খ হলেঃ আপনি ডান অংশের মস্তিষ্ক দ্বারা বেশী প্রভাবিত

আপনি অনেক বাস্তববাদী অনেক মানুষ। কিন্তু আপনি লোকচক্ষুর আড়ালে থাকতেই বেশী পছন্দ করেন। আপনি জীবনের চিন্তাভাবনা আগে থেকে বেশী করে রাখার চেষ্টা করেন। আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি অনেক চিন্তা ভাবনা করে চলেন। আপনি আগে থেকে চিন্তা ভাবনা করে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পছন্দ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top