সকল মেনু

ন্যাটোর ওয়েবসাইটে হ্যাকারদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ন্যাটোর কয়েকটি ওয়েবসাইটে শনিবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ন্যাটো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিমিয়া বিষয়ে উত্তেজনার জের ধরেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। ন্যাটোর প্রধান ওয়েবসাইটও (www.NATO.int) হামলার শিকার হয়েছে। তবে ওয়েবসাইটের কাঠামোতে গুরুতর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ। ন্যাটো ক্রিমিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় দেশপ্রেমিক ইউক্রেনের নাগরিকরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ‘সাইবার বারকুট’ নামে পরিচয় দেওয়া একটি দল। ‘www.cyber-berkut.org’ ঠিকানার একটি ওয়েবসাইট থেকে হামলার দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ইউক্রেনের ক্ষমতাচ্যুত রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের একটি সৈন্যদলের নাম ছিল ‘সাইবার বারকুট’।ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কো সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে জানিয়েছেন, ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top