সকল মেনু

ইউক্রেন না রাশিয়া ঠিক করতে ভোট চলছে ক্রিমিয়াতে

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ভবিষ্যত ঠিক করতে আজ ভোট চলছে ক্রিমিয়াতে। কার সঙ্গে থাকবেন ক্রিমিয়াবাসী? ইউক্রেন না রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপ থাকবে কার দখলে। তা ঠিক করতেই আজ ক্রিমিয়ায় গণভোট। ভোটারের সংখ্যা পনেরো লক্ষ। যদিও, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশই এই গণভোটের বিরুদ্ধে। ক্রিমিয়ার গণভোটকে অনৈতিক আখ্যা দিয়ে শনিবার রাষ্ট্রসংঘে এক প্রস্তাব আনা হয়েছিল।

কিন্তু, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দেওয়ায় সেই প্রস্তাব পাশ করানো যায়নি। ইউক্রেনের অভিযোগ, সেনা মোতায়েন করে ইতিমধ্যেই ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরের তীরবর্তী উপদ্বীপে সামরিক সক্রিয়তাও দেখা গেছে। যদিও, রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করেছে। ক্রিমিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে যথেষ্টই কোণঠাসা রাশিয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে এমন রাজনৈতিক সঙ্কট পূর্ব ইউরোপে হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top