সকল মেনু

দুই সাংসদকে সম্পদবিবরণী দাখিলের নোটিশ

ঢাকা, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিবারসহ ঢাকা-১৪ (মিরপুর-গাবতলী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. আসলামুল হক ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে সম্পদবিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদেরকে আগামী সাতদিনের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, সাংসদ আসলামুল হক ও তার স্ত্রী মাকসুদা হককে সম্পদবিবরণী দাখিলের নোটিশ দেন দুদকের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিন

। অন্যদিকে সাবেক সাংসদ এমএ জব্বার ও তার স্ত্রী ফিরোজা বেগম, তার তিন ছেলে, যথাক্রমে ফারুক হোসেন, সাইদ হোসেন ও মাহবুব হোসেনকে নোটিশ দিয়েছেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।  দুদক কর্মকর্তারা জানান, এই দুই সাংসদ, তাদের স্ত্রী ও সন্তানদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক বিবরণী দুদকের কাছে রয়েছে। এ জন্যই সম্পদবিবরণী দাখিল করতে নোটিশ করা হয়েছে তাদের।  গত ১২ জানুয়ারি আসলামুল হক ও এমএ জব্বারসহ সাত জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অনুসন্ধানের জন্য পৃথক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় ২১ ফেব্রুয়ারি। ইতিমধ্যে আসলামুল হক ও এমএ জব্বারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। –

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top