সকল মেনু

সব মোবাইলে একই চার্জার চায় ইউরোপ

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ১৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সব স্মার্টফোনে একই রকমের চার্জার তৈরির জন্য স্মার্টফোন নির্মাতাদের নীতিমালা প্রণয়নের মাধ্যমে বাধ্য করতে পারে ইউরোপ।

বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে ভোটের মাধ্যমে এ নীতিমালায় সদস্যরা সমর্থন জানান। ২০১৭ সাল নাগাদ সব স্মার্টফোনে কমন চার্জার পাওয়া যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এ সম্পর্কে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য বারবারা উইলার এক বিবৃতিতে জানান, স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার্থে ও ইলেক্ট্রনিক বর্জ্যের পরিমাণ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো একেকটি মডেলের জন্য একেকরকম চার্জার তৈরি করে। ফলে বিভিন্ন রকমের চার্জার ব্যবহার করতে হয়। এতে স্মার্টফোনের চার্জার থেকে বছরে ৫১ হাজার টন ইলেক্ট্রনিক বর্জ্য তৈরি হয়।

এতে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব ছাড়াও স্মার্টফোন ব্যবহারকারীদের বাড়তি বিড়ম্বনায় পড়তে হয়। নতুন এ নীতিমালা কার্যকর হলে, বছরে ৫১ হাজার টন ইলেক্ট্রনিক বর্জ্য কম উৎপাদন হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি চার্জারে মাইক্রো ইউএসবি কানেক্টর থাকবে। যদিও এরকম অনেক স্মার্টফোন এখন বাজারে পাওয়া যাচ্ছে।

এর আগে ২০০৯ সালের শুরুতেও একই ডিজাইনের চার্জার তৈরি করতে সহমত প্রকাশ করেছিলেন স্মার্টফোন নির্মাতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top