সকল মেনু

পরীক্ষা কেন্দ্র পূনর্বহালে দাবীতে শিক্ষর্থীদের রাস্তা অবরোধ করে অনশন

মো. আমিরুজ্জামান, নীলফামারী ১৫ মার্চ: নীলফামারীর ডিমলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবীতে শনিবার ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজের পরীক্ষার্থরা রাস্তা অবরোধ করে অনশন ধর্মঘট পালন করে। সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের স্মৃতি অম্লানের সামনে ব্যারিকেড দিয়ে ২ঘন্টা রাস্তা অবরোধ করে অনশন কর্মসুচী পালন করে। এ সময় উভয় পাশ্বে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরীক্ষা কেন্দ্র পূনর্বহালের দাবীতে গত ১২ মার্চ ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের পরীক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ও ১৩ মার্চ-১৪ মার্চ কালো ব্যাজ দিবস পালন করে। দুপুরে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এসে পরীক্ষা কেন্দ্র পূনর্বহালের আশ্বস্থ করে অনশনকারীদের অনশন ভাঙ্গায়। এ সময় এমপি বলেন, ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ পরীক্ষ্ার্থীদের জনতা ডিগ্রী কলেজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া অযৌক্তিক। সেখানে পরীক্ষার্থীদের বসবাসের কোন ব্যবস্থা নাই। মহিলা শিক্ষার্থীদের চরমভাবে বিপাকে পড়তে হবে। তিনি বিষযটি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাথে যোগযোগ করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন। আজ রোববার দিনাজপুরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সাথে এইচএসসি কেন্দ্র সচিবদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। ডিমলা ইসলামিয়া কলেজের পরীক্ষার্থীদের জনতা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ থেকে ২৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। পরীক্ষার্থীদের অভিযোগ উপজেলা সদর থেকে জনতা ডিগ্রী কলেজ কেন্দ্র ৭ কিলোমিটার দুরে হওয়ায় ও পক্ষীক্ষার্থীদের থাকার সুব্যবস্থা না থাকায় চরম বিড়ম্বনায় পড়তে হবে। এ সময় বক্তব্য রাখেন, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুজ্জামান গাজী, ওয়াকার্স পার্টির সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক উত্তম কুমার রায়, সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগ নেতা সারোয়ার জাহান (সোহাগ), রংপুরস্থ ডিমলা ছাত্র কল্যান পরিষদের সম্পাদক আবু সায়েম সরকার, আন্দোলনের মুখপাত্র আব্দুর রশিদ লেবু, পরীক্ষার্থী আরমান আলী, গোলাম রাব্বী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top