সকল মেনু

ব্ল্যাকলিস্ট অ্যাপ বা কল ব্লক ছাড়াই বিরক্তিকর কলারদের সায়স্তা করুন

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ১৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিরক্তিকর কেউ আপনাকে অনবরত মিসড-কল দিয়ে ঝামেলা করছে বা ফোন করেই চলেছে? এর সমাধান হিসেবে আমরা জানি ব্ল্যাকলিস্ট অ্যাপের কথা বা কল ব্লক সার্ভিস ব্যবহার করে নাম্বারটি ব্লক করে দেয়া। কিন্ত এর আরও একটি সমাধান আছে, যাতে আপনার বিরক্তি একটু থাকলেও আপনাকে যে বিরক্ত করছে তার বারটা বেজে যাবে। তা হচ্ছে কলটি ভয়েস মেইলে ডাইভার্ট করে দেয়া। আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখি কিভাবে করা যেতে পারে কাজটি ।

(জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রাহকদের জন্য)

প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ যান (voice call) ।

তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।

ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯

‌এবার ফলাফলঃ

এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা। বন্ধ করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন।

(চাইলে ডাইভার্ট অল দিয়ে কিছুক্ষনের জন্য রেখে দিন, আপনার ঝামেলা করে ফোন কাটতেও হবেনা)

মজার এই পদ্ধতিটি আসা করি ভালো লেগেছে। ফোনের এমন অনেক ফিচারই অন্যভাবে ব্যবহার করা যেতে পারে, একটু ভাবলেই সেগুলো খুঁজে পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top