সকল মেনু

Bangladesh Musical Band Association থেকে আজীবনের জন্য প্রত্যাহার এল আর বি

বিনোদন প্রতিবেদক, ১৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিসিবি’র আয়োজিত সেলিব্রেশন কনসার্টে বাংলাদেশের প্রথিতযশা দুই ব্যান্ড মাইলস ও এল আর বি’র দ্বন্দ্বের জের ধরে এল আর বি নিজেদেরকে BAMBA বা Bangladesh Musical Band Association থেকে আজীবনের জন্য প্রত্যাহার করে নিয়েছে। আজ সন্ধ্যায় ফেসবুকে এল আর বি’র অফিসিয়াল ফ্যান পেইজ থেকে এ ঘোষণা আসে।

আইয়ুব বাচ্চু স্বাক্ষরিত এ সদস্যপদ প্রত্যাহার পত্রে যা লেখা হয়,

‘BAMBA‘র দায়িত্বপ্রাপ্ত সদস্যর প্রতি,
আমরা, এল আর বি ব্যান্ডের সব সদস্য আজ ১৪ মার্চ,২০১৪ থেকে BAMBA থেকে নিজেদের সদস্যপদ আজীবনের জন্য প্রত্যাহার করে নিলাম। আর এর জন্য দায়ী কিছু অনাকাঙ্খিত পরিস্থিতি ও আরো কিছু বিষয় যেগুলো নিয়ে এখন আর আলোচনার অবকাশ নেই।

আর এসব কারণেই আমরা BAMBA থেকে নিজেদেরকে আজীবনের জন্য প্রত্যাহার করে নিচ্ছি। এতোদিন BAMBAর সবার সাথে আমরা অনেক আনন্দময় একটি সময় কাটিয়েছি।

দেখা হবে পৃথিবীর অন্য কোথাও।

আজ থেকে চিরবিদায়।

এল আর বি’র পক্ষে’
আইয়ুব বাচ্চু স্বাক্ষরিত

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top