সকল মেনু

গ্রামীণফোনে গ্রামীণ টেলিকমের শেয়ার ৩৪.২০ শতাংশ

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ১৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম বিটিআরসি থেকে কোন লাইসেন্স না নিলেও গ্রামীণফোন লিমিটেডে প্রতিষ্ঠানটির ৩৪ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি গ্রামীণফোন লিমিটেডকে থ্রিজি লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের নেটওয়ার্ক বিস্তার করছে। দেশব্যাপী এই নেটওয়ার্ক বিস্তার সম্পন্ন হলে এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেলে থ্রিজি সেবার দাম স্বাভাবিকভাব কমে আসবে। এছাড়া থ্রিজি সার্ভিসের বিস্তৃতির সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের ক্ষেত্রে তার মূল্য কত হওয়া উচিত তা নির্ধারণ করার জন্য কস্ট মডেলিং পদ্ধতি অনুসরণ করা হবে।’ মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের চাইতে বাংলাদেশে থ্রিজি ট্যারিফ বেশি হলেও প্রতিযোগিতামূলক। তবে থ্রিজি গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেলে থ্রিজি সেবার দাম স্বাভাবিকভাবে কমে আসবে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭১ লাখ ৯ হাজার ৬৪০। গ্রামীণফোনের গড় কলরেট ৭০ পয়সা। অন্যান্য টেলিফোন কোম্পানির এ কলরেট হচ্ছে সিটিসেল ৭৮ পয়সা, এয়ারটেল ৭১ পয়সা, টেলিটক ৬৮ পয়সা, রবি ৭৭ পয়সা এবং বাংলালিংক ৭৮ পয়সা।’

এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবৈধ ভিওআইপি বন্ধের লক্ষ্যে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সকল আইজিডব্লিউ এবং আইসিএক্স অপরেটরকে নিয়মিত তদারকি করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে সকল অপারেটরকে মনিটরিংয়ের আওতায় আনার লক্ষ্যে বিটিআরসি’তে একটি মনিটরিং সিস্টেম স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘দেশের উপজেলাগুলোতে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ১২১টি উপজেলায় বিটিসিএল-এর অপটিক্যাল ফাইবার ক্যাবলের আওতায় রয়েছে। এছাড়া টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৮টি উপজেলায় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আরও ২৯০টি উপজেলায় এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top