সকল মেনু

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : ফিফা-কোকাকোলা ওয়ার্ল্ড র‌্যাংকিং ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬২ তে।

এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৪। তবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। তাদের র‌্যাংকিং ১২৭। এরপরই রয়েছে ভারত (১৫২), মালদ্বীপ (১৫৭), পাকিস্তান (১৫৮), নেপাল (১৬০)।

বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা (১৭৩) ও ভুটান (২০৭)।

এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তাদের পরেই রয়েছে জার্মানি। তৃতীয়স্থানে রয়েছে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top