সকল মেনু

ক্ষতি পুষিয়ে দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত জোট অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশের যে ক্ষতি করেছে, তা পুষিয়ে নিয়ে দেশ এগিয়ে যাবে।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মো. রুস্তম আলী ফরাজীর এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি-জায়ামাত ধ্বংসাত্মক কাজের মাধ্যমে দেশের ব্যাপক ক্ষতি করেছে। এই ক্ষতি পোষানো কঠিন। তার পরও জনগণকে সঙ্গে নিয়ে ক্ষতি পুষিয়ে নিয়ে দেশ এগিয়ে যাবে।’

তিনি বলেন, দেশে অর্থনীতির গতিধারা উন্নয়মুখী রয়েছে। দেশের উন্নয়ন কার্যক্রম যেহেতু একটি ধারাবাহিক পক্রিয়া সে কারণে বিগত মহাজোট সরকারের রূপকল্প-২০২১-এর বাস্তবায়নে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মধ্য মেয়াদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন সরকার অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top