সকল মেনু

টাঙ্গাইলে কৃষান-কৃষানিদের মানববন্ধন

 জেলা প্রতিবেদক, টাঙ্গাইল, ৯ মার্চ :  আলুসহ কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষান-কৃষানিরা।

রোববার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান’ ও ‘স্মরণী মানব উন্নয়ন সংস্থা’ যৌথভাবে এ মানববন্ধন করে।

সমাবেশে স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামানিক, কৃষক হযরত আলী কাজিমুদ্দিন ও কৃষানি সোহাগী বক্তব্য রাখেন।

তারা বলেন, দেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করেন। আর তাদের বেশির ভাগই কৃষিকাজে নিয়োজিত। তারা নিজেরা খাদ্যশস্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্য-চাহিদারও যোগান দেন। কিন্তু আজ তারাই (কৃষান-কৃষানি) নিজেদের খাদ্যের নিশ্চয়তা পাচ্ছেন না।

তারা আরো বলেন, সারা দেশের মত টাঙ্গাইলের চাষিরাও আলু উৎপাদন করে ন্যায্যমূল্য পাচ্ছেন না।

বক্তারা জেলায় হিমাগার স্থাপনের জন্য দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক ও কৃষি অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে স্মারকলিপি দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top