সকল মেনু

পাবনায় শেষ হলো রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

 জেলা প্রতিবেদক,পাবনা, ৯ মার্চ : সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও ৩৩তম বার্ষিক সাধারণ সভা।

শনিবার সমাপনী দিবসের শুরুতে সকাল সাড়ে ৯টায় রবীন্দ্রভক্তরা হেঁটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।

এতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসাসহ বিপুলসংখ্যক সাংস্কৃতিক কর্মী অংশ নেন।

এরপর কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে প্রথমে চিত্রকলা প্রশিক্ষণ, প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ দেশ থেকে আগত ৭৫০ প্রতিনিধি এতে অংশ নেন।

পরে ‘কৃষি ও গ্রাম উন্নয়নে রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সান্‌জীদা খাতুনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ড. নুরুল আনোয়ার।

প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান ও অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী।

বিকেলে শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা প্রদান করা হয় রাজশাহীর সঙ্গীতগুরু অমরেশ রায় চৌধুরীকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এরপর আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন এলাকার শিল্পীরা।

এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন ফাহমিদা খাতুন, পাপিয়া সারোয়ার, মিতা হক, লিলি ইসলাম, লাইসা আহমদ লিসা, বুলবুল ইসলাম, নীলোৎপল সাধ্য। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডলি হক প্রমুখ।

সম্মেলক গান পরিবেশন করেন চাঁদপুর শাখা ও রাজশাহী শাখার শিল্পীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র।

রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১১টায় রবীন্দ্র স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারিবাড়ি অডিটরিয়ামে এক প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top