সকল মেনু

ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত; পুরস্কৃত হলো সেরা দশসহ ৬৪ প্রতিষ্ঠান

 অর্থনৈতিক প্রতিবেদক :  ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্য তৈরি ও বাজারজাতকারি দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ৪৪২ জন পরিবেশক সমবেত হন গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কারখানায়। তাদের পদভারে মুখরিত হয়ে উঠে কারখানা প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে পুরস্কৃত করা হয় ১৮টি জোনের ৬৪টি পরিবেশক প্রতিষ্ঠানকে।  গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কারখানা প্রাঙ্গণে সম্মেলন শুরু হয়। সারা দেশ থেকে আগত ৪৪২ জন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এ সম্মেলনে অংশ নেন। মোট ১৮টি ভাগে ভাগ হয়ে দেশের শীর্ষস্থানীয় এ ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের কারখানা পরিদর্শন করে তারা মুগ্ধ হন।

সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (বিপণন) মো. এমদাদুল হক সরকার বলেন, ‘দেশীয় ব্র্যান্ড ওয়ালটন পণ্য কীভাবে গ্রাহকদের জন্য সহজলভ্য ও জনপ্রিয় করার জন্য সবার সহযোগিতা দরকার। ২০১৩ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আর ওয়ালটনের এ সাফল্যের অবদান আপনাদের সবার।” তিনি আরো বলেন, “আমাদের প্রযুক্তির সঙ্গে মডেলও আপডেট হচ্ছে। লাখো গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন রং-এর রেফ্রিজারেটর নিয়ে আসছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও জনপ্রিয় এ  পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে ওয়ালটন।

সম্মেলনে মুক্ত আলোচনায় পরিবেশকরা জানান তাদের বিভিন্ন দাবি ও উদ্যোগের কথা। ঢাকার স্বর্ণা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধীকারি আবুল কাশেম খোকন বলেন, “আজ কারখানা পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। দেশেই বিশ্বমানের এতো বড় কারখানা তৈরি হয়েছে,না দেখলে বিশ্বাস হতো না। ওয়ালটন হাই-টেক দেশিয় পণ্য ব্যবহারের স্বপ্ন জাগিয়েছে। দেশ-বিদেশে আজ ওয়ালটন পণ্য সমাদৃত। এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আজ আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে গর্ববোধ করি।” সম্মেলনে সেরাদের সেরা ১০ প্রতিষ্ঠানসহ মোট ৬৪ প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাণনা ক্রেস্ট ও সনদপত্র। সম্মেলনের শেষ পর্বে র্যা ফেল ড্র ও মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

১৮টি জোন থেকে সেরাদের মধ্যে ১০ প্রতিষ্ঠান সেরা নির্বাচন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, ঢাকার স্বর্ণা ইলেক্ট্রনিক্স, কুমিল্লার টি এস ইলেক্ট্রনিক্স, নারায়ণগঞ্জের ইলেক্ট্র প্লাস, নোয়খালীর বিশাল ইলেক্ট্রনিক্স, ঢাকার ইলেক্ট্র ভিশন, ঢাকার তৌফিক ইলেক্ট্রনিক্স, মৌলভীবাজারের লাবীব মার্কেটিং কোম্পানি, ঢাকার রশিদ ইলেক্ট্রনিক্স, বগুড়ার মৌ ইলেক্ট্রনিক্স এন্ড মটরস এবং সিলেটের মের্সাস খান ইলেক্ট্রনিক্স।

দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক ফিরোজ আলম, মো. রায়হান ও মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top