সকল মেনু

বাউফলে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর ৭ দিনেও সন্ধান মেলেনি

 নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ মার্চ: দুই বছরের শিশু সন্তান তামান্নাসহ নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের গৃহবধু মুক্তা বেগমের (২৪)। একমাত্র মেয়ে ও নাতনীর খোঁজ না পাওয়ায় মুক্তার বাবা রফিকুল ইসলাম ও মা ফরিদা বেগম এখন পাগল প্রায়।  মুক্তার মা ফরিদা বেগম সাংবাদিকদের জানান, প্রায় ৪ বছর আগে ভরিপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে টিটু হাওলাদারের সাথে মুক্তার বিয়ে হয়। প্রায় এক বছর  মুক্তা সন্তানসহ স্বামী টিটুর সাথে  চট্রগ্রামে থাকে। কয়েক মাস আগে টিটু স্ত্রী মুক্তাকে সন্তানসহ  গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি আসার  পর থেকেই মুক্তার শ্বশুর সোবাহান হাওলাদার ও শাশুরি সালেহা বেগম, অকারণে তাকে শাররীক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে  কয়েকদিন আগে তিনি বাবার বাড়ি চলে আসে। সেখানে কয়েকদিন থাকার পর  মুক্তা তার বাবা-মায়ের অনুরোধে  সন্তানসহ গত ২৬ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি ফিরে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ব্যাপারে বাউফল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top